বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ।
এক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, “এক মাস সিয়াম সাধনার পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।”
উনারা আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করবে। ঈদের আনন্দে সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক—এই কামনা করে বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-প্রবাসের সকলকে ঈদ মোবারক জানান।
এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।