ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আগামী ১৭ মার্চ সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তিনি বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন এবং ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের আসন্ন ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন।
জানা গেছে, ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে আসবেন হামজা। হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকা আসবেন।
গত মঙ্গলবার (৪ মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও জাতীয় দল কমিটির সদস্যদের উপস্থিতিতে একটি বৈঠকে হামজার আগমন সম্পর্কে এই তথ্য নিশ্চিত করা হয়।
বাফুফে কর্মকর্তারা জানান, হামজার আগমন নিয়ে তারা বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। হামজা তার পরিবারসহ সিলেটে আসার পরিকল্পনা করেছেন, যেহেতু তার পৈতৃক নিবাস হবিগঞ্জে। ইংল্যান্ড থেকে সিলেট আসার জন্য তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ১৭ মার্চ সকালেই পৌঁছাবেন।
হামজাকে বিজনেস ক্লাস টিকিট প্রদান করবে বাফুফে এবং তার সাথে স্ত্রী ও সন্তানও আসবেন বলে জানা গেছে। হামজার সিলেটে আগমনের পর বাফুফে তার নিরাপত্তা এবং বরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবে।
এদিকে, বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে আগামীকাল সৌদি আরব রওনা হবে। সেখানে ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে ফুটবলাররা দেশে ফিরবেন। সৌদি আরবে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে, যার মধ্যে সুদানের সঙ্গে একটি ম্যাচ হতে পারে। বাংলাদেশ দল তায়েফে ক্যাম্প করবে এবং বাফুফে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের সঙ্গে মাঠ এবং হোটেল বিষয়ক কাজ করছে।
ব্যবস্থাপনা সম্পাদক : ফাহিম আহমদ
প্রকাশক : ইমরান আহমদ সুহিন
যোগাযোগ নাম্বার: ০১৬৪৭৪২৯৫২৭ (WhatsApp)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত